করোনা উপসর্গ নিয়ে এক সপ্তাহে ১০৭০ জনের মৃত্যু হয়েছে: সিজিএস

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক সপ্তাহে (৭ জুন থেকে ১৩ জুন) এক হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) শুক্রবার করোনা সংক্রমণের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত এই সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেন। এতে সবচেয়ে বেশি ৩১০ জন মারা যায় চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগ। এখানে ২৭০ জন মারা যায়। সবচেয়ে কম ৩৩ জন মারা যায় ময়মনসিংহ বিভাগে। যা গত সপ্তাহের তুলনায় ১৭৯ জন বেশি।

পূর্ববর্তি সংবাদমহামারীর সময়েও অবিশ্বাস্য গতিতে চলছে ‘দুর্নীতি এক্সপ্রেস’ ট্রেন: রিজভী
পরবর্তি সংবাদআরও ৩৭ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ৩ হাজার ২৪০ জন