ঢাবির টিএসসি এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগ-ছাত্রদলের মারামারি

ইসলাম টাইমস ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে৷

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে৷এই ঘটনায় ছাত্রদলের এক নেত্রী ছাত্রলীগের মারধর ও লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ করেছেন৷ ছাত্রলীগ নেতা-কর্মীদের অভিযোগ, তাদের এক নেতা ও তাঁর এক বন্ধু ছাত্রদল নেতা-কর্মীদের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন। তাঁদের বাঁচাতে গিয়ে একজন ভ্রাম্যমাণ খাবার বিক্রেতার ছেলের হাত ভেঙেছে৷

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ ও ছাত্রদল নেতা-কর্মীদের ভাষ্য, বেশ কিছুদিন ধরে টিএসসি এলাকায় বিকেলে লোকজনের ভিড় হয়৷ করোনা পরিস্থিতিতে মানুষ যেন অনর্থক ভিড় না করেন, তা নিশ্চিতে প্রতিদিনের মতো বুধবারও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের অনুরোধে কয়েকজন স্বেচ্ছাসেবক (সদ্যসাবেক ডাকসু সদস্য তানভীর হাসানের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থী) ভিড় করা মানুষদের চলে যেতে বলছিলেন৷

এই কাজকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় টিএসসিতে কবি জসীমউদদীন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও হল শাখা ছাত্রলীগের নেতা ইমাম হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান চৌধুরীর কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে টিএসসি এলাকায় থাকা ছাত্রলীগ ও ছাত্রদলের অন্য নেতা-কর্মীরাও ঘটনাস্থলে ছুটে গেলে দুই পক্ষে মারামারি হয়৷ মারামারি থামাতে সেখানে গিয়ে মারধরের শিকার হয়ে হাত ভেঙেছে টিএসসি এলাকার ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা এক নারীর ছেলের৷ সেখানে মারধর ও লাঞ্ছনার শিকার হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলম৷

 

পূর্ববর্তি সংবাদআবুল হাসান আলী নদভীর আম্মার বয়ান: ‘তোমরা দুআর প্রতি যত্নবান হও’
পরবর্তি সংবাদএবার মাস্ক পরতে রাজি ডোনাল্ড ট্রাম্প