মাস্ক-পিপিই দুর্নীতি: জেএমআই এমডিকে জিজ্ঞাসাবাদ দুদকের

ইসলাম টাইমস ডেস্ক: মাস্ক-পিপিইসহ নিম্ন মানের স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের ঘটনায় দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

একই অভিযোগে আজ তলব করা হয়েছে তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমানকেও। গত ১ জুলাই জেএমআই-এর এমডি, তমা কনস্ট্রাকশনের কর্মকর্তা ও সমন্বয়কারীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে তলব করা হয়।

অন্য ৩ জন হলেন- এলান করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম, মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মোতাজ্জেরুল ইসলাম।

তাদের আগামীকাল নথিপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ৯ বছর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ
পরবর্তি সংবাদহজ্ব ‘বন্ধ’: একক সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে কি সৌদি আরবের