ইসলাম টাইমস ডেস্ক: নর্থ মেসিডোনিয়ায় এক সপ্তাহের ব্যবধানে ট্রাক থেকে দুই শতাধিক বাংলাদেশি উদ্ধার হওয়ার পর রোমানিয়ার সীমান্তে পণ্যবাহী ট্রাকে পাওয়া গেছে পাঁচজনকে।
দেশটির ওড়িয়া সীমান্ত পুলিশ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের এই নাগরিকেরা ‘অবৈধভাবে’ রোমানিয়া থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন।
দেশটির বিহর কাউন্টির বোরস বর্ডার চেক পয়েন্টে নিয়মিত চেকিংয়ের সময় একটি ট্রাক থামায় পুলিশ। ট্রাকের ৩৫ বছর বয়সী চালক বুলগেরিয়ার নাগরিক। ট্রাকে করে বিভিন্ন ধরনের মালামাল তিনি পোল্যান্ডে পাঠাচ্ছিলেন।
পুলিশ ট্রাকে তল্লাশি চালতে গিয়ে ২০ থেকে ৩৫ বছর বয়সী পাঁচজনকে লুকানো অবস্থায় আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানিয়েছেন, পশ্চিম ইউরোপীয় দেশে ঢোকার উদ্দেশ্য নিয়ে তারা ট্রাকে ওঠেন।
আটকদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে বিবৃতিতে।
আরো পড়ুন: নর্থ মেসিডোনিয়ায় ট্রাকে পাওয়া গেল আরো ১৪৪ বাংলাদেশি অভিবাসী
