১৯৩৪ সনে আয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করা অবৈধ ছিল: তুর্কী আদালত

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের সর্বোচ্চ আদালত ১৯৩৪সনে আয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করার বিষয়টিকে অবৈধ বলে ঘোষণা করেছে। আজ শুক্রবার এই ঘোষণার মধ্য দিয়ে মুসলমানদের দীর্ঘ দিনের স্বপ্ন আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তিরত করার পথে সকল বাধা উঠে গেল। তুরস্কের জাতীয় গণমাধ্যমগুলো আজ বিকালে এ তথ্য প্রকাশ করেছে।

আদালতের এই ঘোষণার পর প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আয়া সোফিয়াকে ধর্ম মন্ত্রণালয়ের নিকট হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দস্তখত করেন। প্রেসিডেন্ট এরদোগান  আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তরিত করার জন্যে দেশবাসীকে অভিনন্দন জানান।

আদালতের ঘোষণা অনুযায়ী, আয়া সুফিয়া শুরু থেকেই মসজিদ হিসাবে নথিভুক্ত ছিল। ১৯৩৪ সনে যে কেবিনেট এটিকে জাদুঘরে রুপান্তরের সিদ্ধান্ত দেয় তা কখনোই আইনসিদ্ধ ছিল না বলে ঘোষণা করে আদালত।

আরো পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঐতিহাসিক রায়

প্রসঙ্গত, ১৪৫৩ সালে এ অঞ্চলটি উসমানিয় খলিফাদের মাধ্যমে বিজিত হয়। তখন থেকে প্রায় ৫০০ বছর পর্যন্ত এটি মসজিদ ছিল। শুধু তাই নয়,  সে সময়  ‘ইম্পেরিয়াল মসজিদ’ ঘোষণা দিয়ে এটিকে প্রধান মসজিদের মর্যাদা দেয়া হয়।

৪৮২ বছর মসজিদ থাকার পর ১৯৩৫ সালে সেকুলার কামাল আতাতুর্ক এ মসজিদটিকে জাদুঘরে পরিণত করে।

পূর্ববর্তি সংবাদব্যথানাশক টাপেন্টাডলকে মাদকদ্রব্য ঘোষণা
পরবর্তি সংবাদদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঐতিহাসিক রায়