টাঙ্গাইলে হিন্দু ব্যক্তির লাশ সৎকার করে দিল ইসলামী ফাউন্ডেশন

ইসলাম টাইমস ডেস্ক:  টাঙ্গাইলের কালিহাতীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত এক বৃদ্ধের লাশ সৎকার করে দিয়েছে  বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কালিহাতী উপজেলা শাখা। শুক্রবার সন্ধ্যায় কালিহাতী পৌরসভার উত্তর চামুরিয়াতে এ ঘটনা ঘটে।

 

মৃত অমল শীলের স্ত্রী পবন রানী শীল বলেন, আমার স্বামীকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করেছিলাম। বাড়িতে নিয়ে আসার পর ঠাণ্ডা-জ্বর ও কাশিতে সকালে মারা যান তিনি। এবিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, অমল শীল করোনায় মারা গেছেন এই ভয়ে আত্মীয় স্বজনরা কেউ এগিয়ে আসেনি।

করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন সংক্রান্ত ইসলামী ফাউন্ডেশনের কালিহাতী কমিটির লিডার মওলানা মোহাম্মদ আবু হানিফ বলেন, লাশ দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিল। পরে আমরা প্রশাসনের সহযোগীতায় লাশ দাহ করার ব্যবস্থা করি। কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, মৃত ব্যক্তির করোনা হয়েছিল কি না সেই পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসাগর মরে গেছে যে পাপের ভারে
পরবর্তি সংবাদকুমিল্লায় পূর্ববিরোধের জের ধরে বালু ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা