২৪ জুলাই জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন হবে আয়া সোফিয়া মসজিদ

ইসলাম টাইমস ডেস্ক: তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আগামী ২৪ জুলাই ইস্তাম্বুলের প্রসিদ্ধ আয়া সোফিয়া মসজিদে প্রথম নামাজ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দেশের উচ্চ আদালত আয়া সোফিয়াকে জাদুঘর হিসাবে ব্যবহার প্রত্যাখ্যান করলে এ ঘোষণা দেন এরদোগান।

এরদোগান বলেন, যদি আল্লাহ চান, আগামী ২৪ জুলাই জুমার নামাজ আয়া সোফিয়ায় আমরা একত্রে আদায় করব। এবং আয়া সোফিয়াকে ইবাদতের জন্য উম্মুক্ত করে দেব।

’আমাদের অন্যান্য মসজিদের মত আয়া সোফিয়াও দেশী বিদেশী মুসলিম অমুসলিম সকলের জন্য উম্মুক্ত থাকবে।’ গতকাল জাতির উদ্দেশে এসব কথা বলেন এরদোগান।

 

পূর্ববর্তি সংবাদকুয়েত থেকে ফেরত পাঠানো হতে পারে আড়াই লাখের বেশি বাংলাদেশি
পরবর্তি সংবাদআয়া সোফিয়া মসজিদ নিয়ে শুরু হল পশ্চিমাদের গা জ্বলুনি