ইসরায়েলে আবারও সরকার বিরোধী সহিংস বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে সরকার ব্যর্থ– এ অভিযোগ তুলে ইয়াহুদিবাদী ইসরায়েলে সহিংস বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ জনগণ। খবর বিবিসির।

আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ। এদের মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের দাবি, করোনাকালে সরকারঘোষিত প্রণোদনা দিতে দেরি করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত তারা রাস্তায় নেমেছেন বলে বিক্ষোভকারীরা জানান।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার কথা জানালেও আন্দোলন থামছে না।

ইসরাইলে মার্চের মাঝামাঝি থেকে করোনার বিস্তার ঠেকাতে কঠোর লকডাউন জারি করা হয়। ফলে দেশটিতে বেকারত্ব বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে। করোনায় এ পর্যন্ত ৩৫৪ জন মারা গেছে ইসরাইলে।

পূর্ববর্তি সংবাদকুরবানীর পশু সংক্রান্ত জরুরি মাসায়েল
পরবর্তি সংবাদকরোনার মধ্যেই চমেকে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৮