বাদশা আব্দুল আজিজ লাইব্রেরি থেকে আল আকসা সম্পর্কিত ডকুমেন্টারি বই প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশা আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি থেকে “আল-আকসা” শিরোনামে একটি ডকুমেন্টারি বই প্রকাশ হয়েছে। যাতে আল-কুদস এবং মসজিদে আকসার বিরল ছবিসমূহ, ঐতিহ্যবাহী স্থান ও সেগুলোর ইসলামী নিদর্শনসমৃদ্ধ বিশাল নথি এবং কুব্বাতুস সখরা ও মসজিদে আকসা সম্পৃক্ত তথ্যাবলী অন্তর্ভুক্ত রয়েছে। খবর আল-আরাবিয়া ডট নেট।

বাদশা আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি এর জেনারেল সুপারভাইজার ডঃ আবদুল করিম আল-জায়েদ জেরুজালেমের আইন-কানুন এবং ইসলামী নিদের্শনাবলীর ছবি ও তথ্যাদি ওপর ইন্টারনেটে একটি ডাটাবেস তৈরি করার প্রতি জোর দিয়েছন। তার মতে, আল-কুদস ও আল-আকসা সম্পর্কে তথ্যচিত্রের কাজ, গবেষণা, রিচার্জ ও খেদমতকে লিংক আকারে ইন্টারনেটে উপস্থাপন করা উচিত। যাতে ব্যাপকভাবে সারা বিশ্ব ও বিশেষ করে ইসলামী বিশ্ব সেখান থেকে উপকৃত হতে পারে।

তিনি বলেন, আল-কুদস সম্পর্কে বাদশা আব্দুল আজিজ লাইব্রেরিতে ৮২০ টি বই আছে। যার কিছু দেড়শ পৃষ্ঠা এবং কিছু পাঁচশতাধিক পৃষ্ঠা সম্বলিত। যেগুলো আল-কুদস সম্পর্কে বড় এক তথ্য ভাণ্ডার। যার সমষ্টি এক মিলিয়ন পৃষ্ঠার কাছাকাছি।

আল আরাবিয়া অবলম্বনে: আব্দুর রহমান মুজিব

পূর্ববর্তি সংবাদসহস্রাধিক তরুণীকে দুবাই পাচারকারী চক্রের গডফাদার আজম খান গ্রেপ্তার
পরবর্তি সংবাদকর্মকর্তার করোনা শনাক্ত, কুড়িগ্রামে লকডাউন অগ্রণী-ইসলামী ব্যাংক