হুয়াওয়ের ফাইভ জি নেটওয়ার্ক নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইসলাম টাইমস ডেস্ক: ব্রিটিশ মোবাইল কোম্পানিগুলো হুয়াওয়ের ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনস এই সিদ্ধান্ত নিয়েছে।

বিবিসি জানায়, ৩১ ডিসেম্বর থেকে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের ফাইভ জি প্রযুক্তির সামগ্রী কিনতে পারবে না ব্রিটিশ কোম্পানিগুলো।

এ ছাড়া ২০২৭ সালের মধ্যে হুয়াওয়ের ফাইভ জির সব ধরনের সামগ্রী অপসারণ করতে হবে।

যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অলিভার ডাউডেন হাউজ অব কমনসের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

মূলত তথ্য পাচারের অভিযোগে হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে এমন সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার।

মন্ত্রী ডাউডেন বলেন, এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। তবে ব্রিটিশ টেলিকম নেটওয়ার্কের জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এবং আমাদের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে এটি একটি ভাল সিদ্ধান্ত।

তবে মার্কিন নিষেধাজ্ঞার হুয়াওয়ের ভবিষ্যত প্রযুক্তি সামগ্রীর ওপর প্রভাব ফেলবে। ফলে চীনা কোম্পানিটির টুজি, থ্রিজি এবং ফোর্জজি প্রযুক্তি অপসারণ করা প্রয়োজন আছে বলে মনে করে না যুক্তরাজ্য।

পূর্ববর্তি সংবাদনির্ধারিত সময়ে হচ্ছে না চট্টগ্রাম সিটির নির্বাচন
পরবর্তি সংবাদস্থায়ী-অস্থায়ী মিলিয়ে ৬টি পশুর হাট বসবে ঢাকা উত্তর সিটিতে