চার দিনের রিমান্ডে সাবরিনার স্বামী আরিফ

ইসলাম টাইমস ডেস্ক: নমুনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনার স্বামী আরিফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তির শর্ত ভেঙে প্রথমে টাকার বিনিময়ে নমুনা পরীক্ষা করা ও পরে ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গত ২৩ জুন পুলিশের তেজগাঁও বিভাগ জেকেজির প্রধান সমন্বয়ক আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (১৪ জুলাই) আরিফ চৌধুরীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে ডিবি।

একই অভিযোগে জেকেজির চেয়ারম্যান সাবরিনা শারমিন হুসেইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরী গ্রেপ্তার হন রোববার।সোমবার আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরো পড়ুন: ৩ দিনের রিমান্ডে ডা. সাবরিনা

পূর্ববর্তি সংবাদরিজেন্টের ১০ হাজার করোনা পরীক্ষার ৬ হাজার রিপোর্টই ভুয়া: র‌্যাব ডিজি
পরবর্তি সংবাদরিজেন্ট-জেকেজি স্বাস্থ্যখাতে লাগামছাড়া দুর্নীতির ছোট উদাহরণ মাত্র: টিআইবি