সেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির মামলা সচল রাখতে দুদকের আবেদন

ইসলাম টাইমস ডেস্ক: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং ধর্ম অবমাননাকারী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির মামলা সচল রাখতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে দুদক।

আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান

তিনি জানান, ওই মামলার ওপর হাইকোর্ট বিভাগ ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। আপিলটি আজ শুনানির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল বেঞ্চে দুদকের কার্য তালিকায় রয়েছে।

লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি নিয়ে চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টে লতিফ সিদ্দিকীর আইনজীবী ছিলেন জেয়াদ আল মালুম। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পূর্ববর্তি সংবাদবিশ্বে করোনা থেকে সেরে উঠলেন ৮১ লাখের বেশি মানুষ
পরবর্তি সংবাদতুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে ৭ সেনা নিহত