মিয়ানমার সেনাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করল এক রাখাইন নারী

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছে রাখাইন রাজ্যের এক নারী। রাথেডং টাউনশিপের ওই অধিবাসী সিত্তুই টাউনশিপের থানায় মামলাটি দায়ের করেন।

রাথেডংয়ের উগা গ্রামের ৩৬ বছর বয়সী ওই নারী অভিযোগ করেন যে মিয়ানমারের তিন সেনা ২৯ জুন ভোর ৬টার দিকে বন্দুকের নলের মুখে তাকে গণধর্ষণ করেছে। সিত্তুই হাসপাতালে তার ওপর যৌন নির্যাতনের ফরেনসিক পরীক্ষা হয়। পরে তিনি গত শুক্রবার থানায় মামলাটি করেন।

শুক্রবার সন্ধ্যায় ওই নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি চাই সত্য প্রকাশিত হোক। তাই আমি প্রকাশ্যে গিয়ে থানায় মামলা করেছি, সেখানে সত্য বলেছি।

উগা গ্রামবাসীরা জানান যে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা ২৯ জুন ভোর ৬টার দিকে তাদের গ্রামে প্রবেশ করে। সেনাদের দেখে গ্রাম থেকে পুরুষরা পালিয়ে যায়। কারণ তাদেরকে আরাকান আর্মির সঙ্গে সহযোগিতা করার অজুহাতে আটক করার আশঙ্কা ছিলো।

পূর্ববর্তি সংবাদবিল গেটস,ওবামা,জো বাইডেনসহ প্রভাবশালীদের টুইটার অ্যাকউন্ট হ্যাকড
পরবর্তি সংবাদরিমান্ড শুনানিকালে আদালতে দাঁড়িয়ে নিজেকে করোনা রোগী দাবি সাহেদের