ভারি বর্ষণে জলাবদ্ধতায় অচল করাচির সড়ক

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের করাচি শহরে ভারি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অচল হয়ে পড়েছে হাজার হাজার মানুষ ও যানবাহন। বৃষ্টির কারণে নগরীর প্রধান সড়কগুলোতে পানি জমে যানজটসহ চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জংয়ের সূত্রে জানা যায়, করাচি শহরের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণের কারণে সড়কে প্রচণ্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে ট্রাফিক সিস্টেম অকেজো হয়ে পড়েছে। শহরের এয়ারপোর্ট থানার দিকে ফয়সাল সড়কের অবস্থা সবচে করুণ। সেখানকার ট্রাফিক অবস্থা সম্পূর্ণ বেহাল হয়ে পড়েছে। রাস্তায় দেড় ফুটেরও বেশি পানি জমা হয়েছে। পানি অপসারনের জন্য ট্রাফিক পুলিশ পাম্পের ব্যবস্থা করেছে।

এদিকে বৃষ্টিতে প্রেসক্লাব এলাকায় কয়েকটি গাছ গাড়ি এবং মোটর সাইকেলের উপর ভেঙ্গে পড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও জানা গেছে।

পূর্ববর্তি সংবাদসবজি ও মাছের দাম বেড়েছে, কাঁচা মরিচ কেজি ২০০
পরবর্তি সংবাদবি বাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে পুলিশ খুন