একটি গোষ্ঠী কুরবানীকে সীমিত করে ফেলার চক্রান্ত করছে: মাওলানা মোহাম্মদ ইসহাক

ইসলাম টাইমস ডেস্ক: এক শ্রেণির ইসলাম বিদ্বেষী চক্র করোনাসহ নানা অজুহাতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল কুরবানীকে সীমিত করে ফেলার চক্রান্ত করছে মন্তব্য করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, আসন্ন ঈদ-উল-আযহায় পশু ক্রয় ও কুরবানিতে কোনো রকম প্রতিবন্ধকতা সহ্য করা হবে না।

খেলাফত মজলিস মধ্যপ্রাচ্যের বিভিন্ন শাখা দায়িত্বশীলদের তরবিয়তী মজলিসের সমাপনী বক্তব্যে শুক্রবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আসন্ন ঈদ-উল-আযহায় কুরবানিকৃত পশুর চামড়ার দাম নিয়ে যাতে গত বছরের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সরকারকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক ধরণের অসাধু চামড়া সিন্ডিকেটের কারণে গত বছর বহু চামড়া মাটিতে পুতে ফেলতে হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। এতে চামড়ার অর্থের হকদার গরীব- এতিমরা বঞ্চিত হয়েছে। দেশের চামড়া শিল্পও ক্ষতির সম্মুখীন হয়েছে।

মাওলানা মোহাম্মদ ইসহাক আরও বলেন, গরীব-এতিমদের বঞ্চিত করার ফল কখনোই শুভ হয় না। তাই চলমান করোনা দুর্যোগের অযুহাতে অসাধু চামড়া সিন্ডিকেট যাতে চামড়ার মূল্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এবং এ বছর যাতে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত হয় তার জন্য সরকারকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পূর্ববর্তি সংবাদবিএনপির সাবেক সাংসদ আশরাফ হোসেন মারা গেছেন
পরবর্তি সংবাদভারতে ৩ দিনে ১ লাখ ছাড়াল করোনা, ১ দিনে প্রায় ৭০০ জনের মৃত্যু