দেশে দেশে বন্যা পরিস্থিতির অবনতি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৮০ তে পৌঁছেছে সেখানে। চীনেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বন্যা কবলিত এলাকা থেকে নতুন করে আরও ২৯ হাজার মানুষকে সরিয়ে নিয়েছেন জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে রাশিয়ায়।

চারিদিকে শুধু অথৈ পানি। মৌসুমি ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা আর ভূমিধস দেখা দিয়েছে ভারতের আসাম রাজ্যে। পানিতে ডুবে আছে পথ ঘাট আর কয়েক হাজার বাড়িঘর। এসব এলাকা থেকে বন্যার্তদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার।

লকডাউনের কারণে বহুদিন থেকেই কর্মহীন। তার মধ্যে মাথার ওপরের ছাদটাও উড়ে গেছে ঝড়ে। আমাদের থাকার খাওয়ার কোন উপায়ই নেই।

টানা বর্ষণে চীনের নতুন নতুন অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকা থেকে শুক্রবার ২৯ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার কবলে পড়ার পর থেকেই অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন দেশটির দমকল বাহিনীর সদস্যরা।

অব্যাহত বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে নদীর পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

পূর্ববর্তি সংবাদনৌবাহিনীর নতুন প্রধান মোহাম্মদ শাহীন ইকবাল
পরবর্তি সংবাদপাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ১৩ শতাধিক যান