ইসরাইলে আবারও সরকার বিরোধী সহিংস বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ক্ষুব্ধ হাজার হাজার জনতার সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইসরাইলি পুলিশ শনিবার জলকামান ব্যবহার করেছে।

বিক্ষোভকারীরা জেরুসালেমে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে এবং তেল আবিবের একটি পার্কে সমবেত হয়। মহামারির বিস্তার ও অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় সরকারের কার্যক্রমে বিক্ষোভকারীরা তাদের হতাশার কথা তুলে ধরেন।

পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, তারা বিক্ষোভের অনুমতি দিয়েছেন তবে রাস্তা অবরোধসহ অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

রোজেনফিল্ড বলেন, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পিপার স্প্রে ছড়িয়েছে, এ কারনে অনেককে গ্রেফতার করা হয়েছে। চলতি সপ্তাহে একদিনে ১ হাজারের বেশী করে লোক করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদদেশে করোনার চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করার অনুমতি
পরবর্তি সংবাদরেজিস্তান স্কয়ার: স্থাপত্যশৈলি এবং সমরকন্দে মুসলিম জ্ঞানচর্চার অনন্য নিদর্শন