এমডির নির্দেশে সব হতো সাহাবউদ্দিন মেডিকেলে

ইসলাম টাইমস ডেস্ক: ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামের নির্দেশেই সব কার্যক্রম চলতো গুলশানের সাহাবউদ্দিন মেডিকেলে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক।

অনিয়ম আর জালিয়াতির অভিযোগে একের পর হাসপাতালে অভিযানের অংশ হিসেবে গেলো রবিবার গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‍্যাব।

প্রমাণ মেলে অনুমোদহীন র‍্যাপিড টেস্ট কিট দিয়ে অ্যান্টিবডি ও আরটি পিসিআর ল্যাব ছাড়াই করোনা পরীক্ষার জালিয়াতির। অপারেশন থিয়েটারে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ সার্জিকেল সামগ্রী। সেদিনই গ্রেপ্তার করা হয় হাসপাতালের সহকারী পরিচালকসহ দুইজনকে।

সোমবার মামলা দায়েরের পর, রাতে র‍্যাবের জালে ধরা পড়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম। র‍্যাব জানায়, তার নির্দেশেই চলতো হাসপাতালের সবকিছু। তবে সিলগালার বিষয়ে মানবিক ও আইনগত দিকে পর্যলোচনা করছে তারা।

আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠালে, সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল আল ইসলামসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে প্রতারণা মামলার তদন্তভারও হস্তান্তর করা হয়েছে র‍্যাবে।

পূর্ববর্তি সংবাদবরিশালে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু, সাড়া নেই যাত্রীদের
পরবর্তি সংবাদবিপৎসীমার ওপরে ১৭ নদীর পানি, এখন পর্যন্ত পানিতে ডুবে ২২ জনের মৃত্যু