আমিরাতও মঙ্গলে মহাকাশযান পাঠাল

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়া ইয়েমেনসহ বিভিন্ন মুসলিম দেশে যখন লক্ষ লক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে তখন প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলে মহাকাশযান পাঠাল সংযুক্ত আরব আমিরাত।

জাপানের দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে বাংলাদেশ সময় গত রোববার দিবাগত রাতে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মানুষবিহীন এই অভিযানটি পরিচালিত হবে আমিরাতের ‘আল-আমল’ মহাকাশযানের মাধ্যমে। ইংরেজি ভাষায় এই মহাকাশযান ‘হোপ’ নামে পরিচিত।

আবহাওয়া অনুকূলে না থাকায় এর আগে সংযুক্ত আরব আমিরাতের অভিযানটি শুরুর সময়সূচি এর আগে দুই দফায় পরিবর্তন করা হয়েছে। জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে বাংলাদেশ সময় রোববার দিবাগত ৩টা ৫৮ মিনিটে জাপানেরই একটি রকেটে করে হোপকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। হোপ অভিযানে আমিরাতের বৈজ্ঞানিক দলের নেতৃত্বে রয়েছেন দেশটির নারী বিজ্ঞানী সারাহ আল আমিরি।

পূর্ববর্তি সংবাদহজ্ব শুরু ২৯ জুলাই, সুযোগ পাবেন মাত্র এক হাজার হাজ্বী
পরবর্তি সংবাদসুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে খালের পানিতে বাস, নিখোঁজ ২১