মুসলমানদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি বাইডেনের

ইসলাম টাইমস ডেস্ক: “আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে মুসলমানদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিব”।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিশ্বের সকল মুসলিমের কাছে এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

সোমবার (২০ জুলাই) মুসলিম পলিটিকাল অ্যাকশন কমিটি এমগেজ আয়োজিত সমাবেশে বাইডেন বলেন, মুসলমান সম্প্রদায়ের প্রথমে অনুধাবন করতে হবে ডোনাল্ড ট্রাম্পের নির্যাতন, যা দেশটিতে থাকা কালো ও বাদামী গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। ট্রাম্প চার বছর ধরে যুক্তরাষ্ট্রের মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহত চাপ ও তাদের অসম্মান করছেন।

বিশ্লেষকদের মতে, ২০১৭ সালে ট্রাম্প প্রথমেই ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ জারি করেন।

পূর্ববর্তি সংবাদবন্যায় তলিয়ে গেছে বিশ্বের যে দেশগুলো
পরবর্তি সংবাদদিনাজপুর হিলি মাদরাসা: উত্তরবঙ্গে ইলমি ঐতিহ্যের অনন্য প্রতিষ্ঠান