করোনায় আমাদের মৃত্যুহার মাত্র দেড় পারসেন্ট: স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনায় আমাদের মৃত্যুহার মাত্র দেড় পারসেন্ট। যেটা আমেরিকায় ৬ পার্সেন্ট, ইউরোপে ১০ পার্সেন্ট, পৃথিবীরটা হলো ৬ পার্সেন্ট।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের সার্বিক বিষয়ে মূল্যায়ন করতে জাহিদ মালেক বলেন, আমরা ভালো করেছি কিনা সেটা সাংবাদিক ভাইয়েরা ভালো বলতে পারবেন। পরীক্ষায় কত নম্বর পেলেন এটা উপর ডিপেন্ড করে পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যের ডিজির পদত্যাগের বিষয়ে জাহিদ মালেক বলেন, আমাদের ডিজি মহোদয় (অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ) মঙ্গলবার পদত্যাগ করেছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগপত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।

নতুন ডিজি নিয়োগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, পদত্যাগপত্র যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে এ বিষয়ে আগে আমাদের কাছে সব সিদ্ধান্তগুলো আসুক তারপর আমরা চিন্তা-ভাবনা করে, আরও উচ্চ পর্যায়ে আলোচনা করে আমরা সেই সিদ্ধান্তটা নিতে পারব।

পূর্ববর্তি সংবাদবন্যা, করোনা নিয়ে বাংলাদেশ ও পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ
পরবর্তি সংবাদল্যাবএইড নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে করোনা রোগীর সাথে প্রতারণার অভিযোগ