বন্যা, করোনা নিয়ে বাংলাদেশ ও পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বন্যা ও করোনা পরিস্থিতি বিষয়ে খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের এক সংবাদ বিবরণীতে এমন তথ্য পাওয়া গেছে।

প্রেস বিবরণীতে জানানো হয়েছে দুই প্রধানমন্ত্রী বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে কথা বলেন। ১৫ মিনিট স্থায়ী ওই ফোন কলে করোনা ও বন্যা নিয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশে করোনা পরিস্থিতি ও মহামারীর মোকাবেলায় সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন ইমরান খান।

জবাবে করোনা সংক্রমণ মোকাবেলা ও চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছেন, তা বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, প্রধানমন্ত্রী তাকে সে সম্পর্কে অবহিত করেন।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের আগ্রহ প্রকাশ ইমরান খানের

পূর্ববর্তি সংবাদ‘তৎকালীন রাজনৈতিক নেতারা ব্যর্থ হওয়ায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন’
পরবর্তি সংবাদকরোনায় আমাদের মৃত্যুহার মাত্র দেড় পারসেন্ট: স্বাস্থ্যমন্ত্রী