ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালে অনুদান দিল কওমি মাদরাসার শিক্ষার্থীরা

ইসলাম টাইমস ডেস্ক: ফটিকছড়ি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষে ৩৫ হাজর টাকা অনুদান দেওয়া হয়েছে কোভিড-১৯ হাসপাতালে জন্য।

উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজুল আলম ও আহমদ উল্লাহ’র যৌথ উদ্যোগ এ অনুদান সংগ্রহ করে  ২১ জুলাই (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন এর নিকট তা হস্তান্তর করা হয়। এটাই সর্বপ্রথম কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অনুদান পেয়েছেন বলে জানান তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, কওমি মাদ্রাসার ছাত্ররা সামাজিক ভূমিকা রাখছে এটা প্রসংশানীয়। সুন্দর সমাজ বিনির্মাণে সকলেই এভাবে এগিয়ে আসা দরকার বলে মন্তব্য করেন তিনি।

২১শে জুলাই উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন এর নিকট কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা স্থানান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাকবীর পত্রিকার সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইসলামাবাদী,ফটিকছড়ি উপজেলা ছাত্র জমিয়তের দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মহিব্বুল্লাহ,সাহিত্য সম্পাদক হাফেজ মোহাম্মদ রিয়াজুল আলম,সদস্য এইচ এম আহমদ উল্লাহ, মোহাম্মদ ওমর ফারুক তাহমিদ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদদেশ-বিদেশে কোরবানি নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদদেশের স্বার্থ হুমকিতে ফেলে ভারতের স্বার্থে বন্দর ব্যবহারের চুক্তি বাতিল করতে হবে: নাগরিক পরিষদ