মানুষের ঘর-বাড়ি ডুবে গেছে, সরকার এখনও লুটপাটে ব্যস্ত: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যায় তলিয়ে গেছে উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চলের লাখ লাখ মানুষের ঘর-বাড়ি। গবাদি পশু, ফসল ডুবে গেছে। তারা অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। কিন্তু তাদের পাশে সরকারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা লুটপাটে ব্যস্ত।

শনিবার দুপুরে ত্রাণ বিতরণের একটি অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের পকেটের টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। খাদ্যসামগ্রী, নগদ অর্থ, পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে সারাদেশের মানুষের কাছে ছুটে বেড়িয়েছেন তারা। আর অন্যদিকে সরকারের টাকায় কেনা ত্রাণ লুটপাটে ব্যস্ত ছিল সরকার দলীয় নেতাকর্মীরা। কারো ঘরের মেঝে, খাটের নিচে, গোডাউন থেকে হাজার হাজার টন খাদ্যসামগ্রী, তেল পাওয়া গেছে। এমনকি ঈদের সময় গরিব মানুষের জন্য যে আর্থিক অনুদান দেয়ার কথা ছিল তাও লুট করেছে তারা।

পূর্ববর্তি সংবাদআয়া সোফিয়ায় মুসলমানেদের মালিকানা কীভাবে প্রতিষ্ঠিত হল?: মুতায আল খতিবের তাত্ত্বিক বয়ান
পরবর্তি সংবাদমৃত ব্যক্তির নামে দেওয়া কোরবানির গোশত কী করবে