চীনের চেংডু কনস্যুলেট ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

ইসলাম টাইমস ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশের চেংডু কনস্যুলেট ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও কর্মকর্তারা। কড়া নিরাপত্তার মধ্যে তারা কনস্যুলেট খালি করছেন। সোমবারের মধ্যেই কনস্যুলেট বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে গত শুক্রবার নির্দেশ দেয় চীন।

এর আগে যুক্তরাষ্ট্র শুক্রবারের মধ্যে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছিল এবং সেটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মার্কিন নিরাপত্তা বাহিনী প্রবেশ করেছে।

চেংডু কনস্যুলেটের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দেখা গেছে। সেখানে সাধারণ মানুষের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। —রয়টার্স

পূর্ববর্তি সংবাদফটোকপির দোকানে করোনার জাল সনদ তৈরির অভিযোগে আটক ১
পরবর্তি সংবাদঅনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী