এবার প্রতি ৫০ জন হজপালনকারীর জন্য একজন চিকিৎসক নির্ধারণ

ইসলাম টাইমস ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে এ বছরের হজের আনুষ্ঠানিকাতা। করোনা পরিস্থিতিতে এবার হজে অংশগ্রহণকারী সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতি ৫০ জন হজপালনকারীর জন্য একজন চিকিৎসক নির্ধারণ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি গেজেট জানিয়েছে এ খবর।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত তথ্য মতে, স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত চিকিৎসাকর্মীরা নিজ দলের স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ নিয়ম অনুসরণ করে হজের নির্ধারিত স্থানে গমন নিশ্চিত করবেন।

তাছাড়া চিকিৎসাকর্মীরা হাজিদের যাতায়াত সরাসরি পর্যবেক্ষণ করবেন। স্বাস্থ্যবিধি বিষয়ে হাজিদের মতামত গ্রহণ করাসহ যেকোনো পরিস্থিতিতে উর্ধ্বতন কর্মকর্তার কাছে নিয়মিত প্রতিবেদন পেশ করবেন।

করোনা ভাইরাস প্রতিরোধে এবারের সীমিত হজে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

পূর্ববর্তি সংবাদপল্লবীতে বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভারত বাংলাদেশের বন্ধুত্ব রক্তের রাখিবন্ধনে আবদ্ধ: রীভা গাঙ্গুলীকে ওবায়দুল কাদের