‘আমি ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশের মানুষ ও সরকারকে শুভেচ্ছা জানাতে চাই’

ইসলাম টাইমস ডেস্ক: নিজের দেশ ভারতের একাধিক রাজ্যে প্রতীকী কোরবানির ঈদ পালনের নির্দেশ, নিজের দল বিজেপির একাধিক নেতা-মন্ত্রীর কুরবানি বিরোধী বিতর্কিত বক্তব্য-বিবৃতি,  কুরবানি দিলে উত্তর প্রদেশের সাংসদের কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফের কুরবানির বিধানকে কটাক্ষের ঘটনার মধ্যেই বাংলাদেশের সরকার এবং জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক বিবৃতিতে মোদি বলেছেন, আমি ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের মানুষ ও সরকারকে শুভেচ্ছা জানাতে চাই। ভারতের বেশ কিছু অংশেও ঈদুল আজহা পালিত হচ্ছে, যা আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের বিষয়টিকে স্মরণ করিয়ে দেয়। আমরা আশা করি, এই উৎসব আমাদের স্ব স্ব সমাজে শান্তি ও সহিষ্ণুতার বোধকে সমৃদ্ধ করবে এবং দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবে।

শুভেচ্ছাবার্তায় মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন মোদি। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ এ প্রতিকূলতা সময় কাটিয়ে উঠবে। স্বাস্থ্যখাতে সামর্থ্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে আমরা সর্বদা প্রস্তুত।

ঈদুল আজহার এই উৎসব উপলক্ষ্যে আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও উন্নতি কামনা করছি।

আরো পড়ুন: ঈদে কোরবানি দিতে দেখা গেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: বিজেপি নেতা

ভারতের কয়েকটি রাজ্যে প্রতীকী কোরবানি ঈদ পালন করতে বলছে সরকার

বিএসএফের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার শামিল: বিজিবি

 

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭
পরবর্তি সংবাদঅতিরিক্ত হাসিল আদায়, ৩০ হাজার টাকা জরিমানা গুনলেন ইজারাদার