বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

ইসলাম টাইমস ডেস্ক: শোকের আগস্ট মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৩১ জুলাই) রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে শেষ মুহূর্তের ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, শোকের মাস আগস্ট শুরু হচ্ছে। এ শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না। কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রায় সচেতনতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।

পূর্ববর্তি সংবাদঅবৈধ উপার্জনের অভিযোগে বিডিনিউজের সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছে দুদক
পরবর্তি সংবাদনতুন ২৮ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ২ হাজার ৭৭২ জন