দেশের বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত: এমপি মাশরাফি

ইসলাম টাইমস ডেস্ক: দেশের বেশিরভাগ শিক্ষত মানুষই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

রবিবার স্থানীয় শিল্পকলা একাডেমিতে সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি একথা বলেন।

তিনি বলেন, সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসুন আমরা দু’হাত বাড়িয়ে তাঁর উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই। তিনি বলেন, দেশের বেশিরভাগ শিক্ষত মানুষই দুর্নীতির সঙ্গে যুক্ত। যারা দেশের উন্নয়নে সমাজের তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে তারাই প্রকৃত নায়ক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের সকলের দায়িত্ব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর আরম বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তি সংবাদতাপপ্রবাহ থাকবে, বৃষ্টিপাত ২দিন বাড়বে
পরবর্তি সংবাদভিডিও কনফারেন্সে মোল্লা বেরাদার ও মাইক পম্পেও, বন্দি বিনিময়ের আলোচনা