ভারতে বিক্রি হচ্ছে গোবরের তৈরি ‘করোনা রাখি’

ইসলাম টাইমস ডেস্ক: করোনার ওষুধ-দাওয়াই বিষয়ে শুরু থেকেই তীব্র আলোচনা-বিতর্কের সূত্রপাত হয়েছে ভারতে। কখনো গোমুত্র, কখনো গোবর, কখনো হনুমান চালিশা, কখনো আবার করোনা দেবি বানিয়ে পূজা। তবে এবার ভারতে গোবরের রাখি বানিয়ে ‘তাক লাগিয়ে দিয়েছেন’ তেলেঙ্গানার হায়দরাবাদের এক ব্যবসায়ী।

চলতি বছরে করোনা পরিস্থিতিতে রাখি বিক্রি করে কতটা কি লাভ হবে তা নিয়ে সংশয় ছিলেন বহু ব্যবসায়ী। আর ঠিক সেই সময়ে হায়দরাবাদের ওই ব্যবসায়ীর ঠিক করেন তিনি তৈরি করবেন ‘করোনা রাখি’। যেমন ভাবা তেমন কাজ। তৈরি হয়ে গেল ‘ করোনা রাখি’। আর যার মূল উপাদান হল গোবর।

এই প্রসঙ্গে ওই ব্যবসায়ী বলেন, ‘বিশ্বব্যাপী মহামারীর কারণে চলতি বছরে ব্যবসার অবস্থা খুবই খারাপ। তাই আমি এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম, যা মানুষ পছন্দ করতে বাধ্য হবে। এরপরই ‘করোনা রাখি’ তৈরির সিদ্ধান্ত নিই। ইতিমধ্যেই বহু মানুষ সেটি কিনেছেন, প্রত্যেকের পছন্দ হয়েছে’।

হায়দরাবাদের ওই ব্যবসায়ীর করোনা রাখি কিনতে ওই দোকানে বিক্রেতাদের ঢল নেমেছে।

উল্লেখ্য, আনন্দবাজার পত্রিকার খবরে এই রাখিকে ‘পরিবেশ বান্ধব’ বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসমুদ্রবন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত
পরবর্তি সংবাদসরকারের যোগসাজশে চামড়া শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করানো হয়েছে: মান্না