ঘুরতে এসে স্বাস্থ্যবিধি না মানায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ জনকে জরিমানা

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদসংলগ্ন রসুলপুর গ্রামে ঘুরতে এসে স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলার সহকারী কমিশনার ইকবাল হাসান তাঁদের জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপলক্ষে রসুলপুর গ্রামে অনেকে ঘুরতে আসেন। করোনার সংক্রমণেএড়াতে সেখানে আসা দর্শনার্থীদের অনেককে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বেলা তিনটার দিকে অভিযান চালিয়ে ৩০ জনকে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান জানান, বেশির ভাগ মানুষ নৌকায় করে এখানে ঘুরতে আসেন। তবে আজকে মানুষের জমায়েত অনেক কম। যাঁরা মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তাঁদের সচেতন করার জন্য ৫০ টাকা করে জরিমানা করা হচ্ছে। যেসব নৌকায় দর্শনার্থীদের সংখ্যা বেশি, তাঁদের তীরে ভিড়তে না দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদমোদি মুসলমানদের হৃদয় রক্তাক্ত করেছে: ইসলামী আন্দোলন
পরবর্তি সংবাদ৪ সমুদ্রবন্দরকে তিন নম্বর সংকেত