নেত্রকোনায় ট্রলার ডুবে মাদরাসা ছাত্র-শিক্ষকের ইন্তেকাল, আল্লামা বাবুনগরীর শোক

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনা জেলার মদন থানার উচিতপুরে ট্রলার ডুবে মাদরাসার ছাত্র-শিক্ষক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বুধবার ৫ ই আগস্ট রাতে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আল্লামা জুনায়েদ বাবুনগরী এ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়াসহ আহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মীদের প্রতি বিশেষ আহবান জানান তিনি।

বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, নেত্রকোণার উচিতপুরে ট্রলার ডুবির মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন মাদরাসার ছাত্র-শিক্ষক ইন্তেকালের খবর পাওয়া গেছে। ইসলামি শরিয়তের পরিভাষায় নিহত মুসলমানরা শাহাদাতের মর্যাদা পাবেন। আমি নিহতদের মাগফিরাত কামনা করছি ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আরো পড়ুন: নেত্রকোনায় ট্রলার ডুবে ইন্তেকাল ১৭ মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীর, নিখোঁজ আরও দুজন

পূর্ববর্তি সংবাদবোমা সন্দেহে সিলেটে মোটরসাইকেল ঘিরে রেখেছে পুলিশ
পরবর্তি সংবাদবাবরি মসজিদের জায়গায় রাম মন্দির: হিন্দুত্ববাদী মোদী সরকারের নিন্দায় পাকিস্তান