ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকাল, জানাজা বাদ আসর

মাওলানা মনিরুজ্জামান সিরাজী। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়ার মোহতামিম মাওলানা মনিরুজ্জামান সিরাজী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ আসর জেলা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আজ ৯ আগস্ট (রবিরার) বেলা ১২ টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘরের প্রধান মুফতি মাওলানা আব্দুল হান্নান।

মাওলানা মনিরুজ্জামান সিরাজী আল্লামা সিরাজুল ইসলাম (বড় হুযুর) রাহ. -এর বড় ছেলে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি এক ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ এই আলেম জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘরে আনুমানিক ২৬ বছর ধরে মোহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রাজধানীর আরজাবাদ, সিলেটে গওহরপুর ও কুমিল্লা দেবিদ্বার মাদরাসায় ইলমী খেদমত করেছেন।

মাওলানা মনিরুজ্জামান সিরাজী রহ. ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া ও উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দে ইলমে দ্বীন হাসিল করেন।

পূর্ববর্তি সংবাদনাগাসাকি ধ্বংসযজ্ঞের ৭৫ বছর
পরবর্তি সংবাদ১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে চালু হবে সব আন্তঃনগর ট্রেন