দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, শুরু হল নতুন হিজরি বর্ষ ১৪৪২

ইসলাম টাইমস ডেস্ক: দেশের আকাশে আজ মহররম মাসের চাঁদ দেখা গিয়েছে। আজকের এই নতুন চাঁদের মাধ্যমে হিজরি ১৪৪১-এর বিদায় হল। শুরু হল ১৪৪২ নতুন হিজরি বর্ষ। আগামী ৩০ আগস্ট রোববার সারাদেশে আশুরা পালিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আলতাফ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়। চাঁদ দেখা নিয়ে বিভিন্ন জেলা থেকে খবর সংগ্রহ করেন তারা। তবে কোন জেলায় দেখা গেছে আবার কোন জেলায় দেখা যায়নি এ রকম সংবাদের কারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত নিতে দেরি হয়।

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আবদুল মান্নান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো: আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদসিনহার হত্যার তদন্ত প্রতিবেদন আবারও এক সপ্তাহ পেছাল
পরবর্তি সংবাদনতুন বছরের প্রথম দিন