বরগুনায় নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ইসলাম টাইমস ডেস্ক: প্রবল বর্ষণ ও মৌসুমী নিম্নচাপের কারণে জলোচ্ছ্বাসে বরগুনা জেলা শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাথরঘাটার পদ্মা, বরগুনা সদরের গুলশাখালী, পাতাকাটা, মাঝের চর বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে নদীভাঙনের কবলে পড়েছে।

প্রবল জোয়ারে ফেরির পন্টুন ডুবে যাওয়ায় বিষখালী নদীতে ফেরি চলাচল ৬ ঘণ্টা বন্ধ থাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। এদিকে খাকদোন নদীর তীরবর্তী আবাসন এলাকা তলিয়ে যাওয়ায় পোটকাখালী, কুমরাখালী, বদনীখালী সহস্রাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। জেলার ৩ শতাধিক মাছের ঘের পানিতে প্লাবিত হওয়ায় চাষকৃত মাছ ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম জানান, গত চব্বিশ ঘণ্টায় জোয়ারের পানি বরগুনার নদীসমূহের বিপদ সীমার ৪৫ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জরুরিভিত্তিতে দুর্গত এলাকায় শুকনো খাবার ও ত্রাণ প্রদানের দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ৩০ মে. টন চাল জরুরি ত্রাণ বরাদ্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের জরুরিভিত্তিতে ক্ষয়ক্ষতির রিপোর্ট দাখিল এবং দুর্গত এলাকার মানুষের খোঁজখবর রাখতে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবায়তুল হামদ ইনস্টিটিউটে হেফজ সমাপনীদের মাঝে পাগড়ী বিতরণ
পরবর্তি সংবাদসিনহা হত্যাকাণ্ড দেখিয়ে দিল পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে: ড. কামাল