মালয়েশিয়ায় দীর্ঘ ৫ মাস পর মসজিদে বিদেশিদের নামাজের অনুমতি

ইসলাম টাইমস ডেস্ক: পাঁচ মাস পর মালয়েশিয়ার মসজিদে বিদেশিদের নামাজের অনুমতি পেল বিদেশি অভিবাসীরা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে দেশটির সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে। তবে সবাইকে নিবন্ধন করে হ্যান্ড স্যানিটাইজ করে জায়নামাজ নিয়ে মসজিদের ভেতরে প্রবেশকরতে হবে।

মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। কিন্তু কতজনকে নামাজ আদায়ে মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হবে তা মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

পূর্ববর্তি সংবাদলেবাননে বিস্ফোরণে আহত বিবাড়িয়ার জামালের মৃত্যু
পরবর্তি সংবাদতেজগাঁওয়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত