সুইজারল্যাণ্ড: বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বেতনের অর্থ হাতিয়ে নিল হ্যাকাররা

ব্যাসেল বিশ্ববিদ্যালয়

ইসলাম টাইমস ডেস্ক: হ্যাকাররা ইউরোপের দেশ সুইজারল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক করে শতশত কর্মচারীদের বেতনের অর্থ চুরি করে নিয়ে গেছে।

কর্মকর্তারা রোববার এ কথা জানান।

ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপির সূত্র অনুযায়ী সুইজারল্যাণ্ডের সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সংগঠনের মহাপরিচালক বলেন, হ্যাকারদের এ অনৈতিক কর্মকাণ্ডে একাধিক বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

হ্যাকাররা ফিশিং ও ট্যাকিংয়ের মাধ্যমে কোন এক ব্যক্তির কাছ থেকে তথ্য চুরি করে, এর মাধ্যমে ব্যক্তিগত বিবরণী হাতিয়ে নেয় এবং তারা ব্যাসেল বিশ্ববিদ্যালয়সহ অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন সরিয়ে ফেলে।

পূর্ববর্তি সংবাদইডেনের অধ্যক্ষ হত্যা মামলা: দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদমিশরে আড়াই হাজার বছরের পুরনো মমি আবিষ্কারের ঘোষণা