বেগমগঞ্জের ঘটনায় ইসলামী দলগুলোর তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর উপর বর্বোরচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী দলগুলো।

গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতি এ প্রতিবাদ জানায় দলগুলো।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও দলটির মহাসচিবমাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ধর্ষণ বন্ধে কুরআনের আইনের বিকল্প নেই।

এসময় তারা গৃহবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

দলটির ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এঘটনার তব্রি প্রতিবাদ জানিয়ে বলা হয়, কিশোর তরুণদের নৈতিক মূল্যবোধ উন্নয়নে পদক্ষেপ নিন।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন এই দাবি জানান।

এ বর্বোরচিত ঘটনায় আরো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দেশে মানুষের মান-ইজ্জত ও জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই উল্লেখ করে অবিলম্বে এ পৈশাচিক নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার

করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন দলটির আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

 এছাড়া এঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জমিয়ত। সমাবেশে বলা হয়েছে  আইনের শাসন ছাড়া ধর্ষণ বন্ধ হবে না।

পূর্ববর্তি সংবাদ১৪ দিনের কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন
পরবর্তি সংবাদপ্রণোদনা প্যাকেজ ঋণ দুই বছরের বদলে পাঁচ বছরে শোধ করতে চান শিল্পোদ্যোক্তারা