ইসলাম সংকটে বলে ম্যাক্রো খোলাখুলি উস্কানি দিয়েছেন: এরদোগান

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সম্প্রতি এরদোগান একটি টেলিভিশন ভাষণে বলেছেন, ”ইসলাম সংকটে বলে মাক্রো যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উস্কানিও দিয়েছেন।”

ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে ইসলামকে ‘বিদেশি ও কট্টরদের’ প্রভাবমুক্ত করার ডাক দিয়েছেন। এরদোগানের মতে, এটা হলো খোলাখুলি উস্কানি দেয়া।

গত সপ্তাহে মাক্রো জানিয়েছেন, ”বিশ্ব জুড়েই ধর্ম হিসাবে ইসলাম সংকটে। আগামী ডিসেম্বরে সরকার একটি বিল আনবে। ১৯০৫ সালে ফ্রান্সে রাষ্ট্রের থেকে চার্চকে আলাদা করা হয়েছিল। সেই আইনকেই আরো শক্তিশালী করা হবে।”

মাক্রোর পরিকল্পনা হলো, মসজিদে বিদেশি অর্থ আসা নিয়ন্ত্রণ করা এবং শিক্ষা ব্যবস্থারও তদারকি করা।

এরদোগান বলেছেন, ”মাক্রো এই সব কথা বলে তার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?”

মাক্রো ও এরদোগানের সম্পর্ক এমনিতেই মধুর নয়। আর্মেনিয়া-আজারবাইজান লড়াই এবং পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দুই নেতার বিরোধ সামনে এসেছে। এবার ইসলাম নিয়েও তাদের তীব্র মতবিরোধ সামনে এলো।

এরদোগানের পরামর্শ, ”মাক্রো যেসব বিষয়ে কিছুই জানেন না, সেই সব বিষয়ে বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুন। ঔপনিবেশিক গভর্নরের মতো নয়।” ডয়চে ভেলে

আরো পড়ুন: ম্যাক্রঁ বললেন, ’চরমপন্থা’ কারণে বিশ্ব জুড়ে ইসলাম সংকটে!

ইসলাম নিয়ে ম্যাক্রঁর বিতর্কিত মন্তব্য, সমালোচনার ঝড়

ম্যাক্র্যোঁ! ইসলাম নয়, সংকটের মুখে আপনাদের পশ্চিমা বিশ্ব

পূর্ববর্তি সংবাদধর্ষণ বিরোধী বিক্ষোভে সরকারকে পদত্যাগের আহবান বিএনপির
পরবর্তি সংবাদখাল-ডোবা অপরিষ্কার পাওয়া গেলে ২০ অক্টোবর থেকে আইনি ব্যবস্থা: আতিক