প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ালো সৌদি

ইসলাম টাইমস ডেস্ক: করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ সৌদি আরব আগামী ৩০ অক্টোবর পর্যন্ত  বাড়িয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (০৭ অক্টোবর) এক বার্তায় তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সুসংবাদ। সৌদি সরকার আমাদের প্রবাসী কর্মীদের জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।

বাংলাদেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। সৌদি আরবে ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। দিন দিন বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে।

টিকিট সংকট কাটাতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়।

পূর্ববর্তি সংবাদইসরাইলি দখলদারিত্বের কারণে উদ্বাস্তু হয়েছেন ১০ লাখ ফিলিস্তিনি
পরবর্তি সংবাদএবার নোয়াখালীতে গৃহবধূকে চার টুকরো করে হত্যা করল দুর্বৃত্তরা