নির্বাচনে ট্রাম্পের বিজয় কামনা করছেন তালেবানরা

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতবেন বলে আশা করেন তালেবানরা। তালেবান দলের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সিবিএস নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন,‘আমরা বিশ্বাস করি ট্রাম্প আসছে নির্বাচনে জিততে চলেছেন। কারণ তিনি নিজেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে প্রমাণ করেছেন। যুক্তরাষ্ট্রের জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি তিনি পূরণ করেছেন।’

তালেবানদের আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবেন।’

তবে ট্রাম্পের প্রচারশিবির এই সমর্থন প্রত্যাখ্যান করেছে। প্রচার শিবিরের মুখপাত্র টিম মুর্তোফ বলেছেন , ‘আমরা তালেবানদের সমর্থন প্রত্যাখ্যান করছি। তালেবানদের জানা উচিত প্রেসিডেন্ট সবার আগে, যেকোনো মূল্যে যুক্তরাষ্ট্রের স্বার্থই দেখে থাকেন।’

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর হাসপাতাল থেকে ফিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম শনিবার বিকেলে জনসমক্ষে উপস্থিত হন। হোয়াইট হাউসের বারান্দা থেকে দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রকে সোশ্যালিস্টদের (সমাজবাদী) হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের চিকিৎসক সেইন কনলির এক লিখিত নোটে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর অন্যদের মধ্যে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই। গত বৃহস্পতিবারের পর এই প্রথম ট্রাম্পের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে চিকিৎসকের কাছ থেকে হালনাগাদ তথ্য জানা গেল।

পূর্ববর্তি সংবাদএসিআই স্যানিটাইজারে বিষাক্ত মিথানল! কোটি টাকা জরিমানাসহ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
পরবর্তি সংবাদদীর্ঘ যুদ্ধের ফলে ইয়েমেনে দ্রুত বাড়ছে বাস্তুহারা মানুষের সংখ্যা