এবার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ইসলাম টাইমস ডেস্ক: ধর্ষণ মামলার বাদীকে ‘দুশ্চরিত্রা’ বলায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে সেই শিক্ষার্থী।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্বের এক ছাত্রী।

ওই শিক্ষার্থী এর আগে নূরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা, চরিত্র হনন ও সাইবার বুলিংয়ের অভিযোগে তিনটি মামলা করেছিলেন।

আদালতের পেশকার শামীম আল মামুন জানান, বিচারক ওই শিক্ষার্থীর জবানবন্দি নিয়েছেন, তবে এখনো কোনো আদেশ দেননি।

এর আগে ধর্ষণে সহযোগিতা এবং অপহরণ, ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্রহননের অভিযোগে দায়ের করা মামলায়ও আসামি করা হয় নূরকে।

মামলা হওয়ার পর তা ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে বিক্ষোভ করে আসছে নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ মামলায় ইতোমধ্যে এই সংগঠনের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদস্মৃতির দেয়ালিকা: বই হাতে নেয়ার কিছু গল্প
পরবর্তি সংবাদইসরাইলি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাপক মারামারি, আহত কমপক্ষে ২১