দারুল উলূম দেওবন্দের মজলিসে শূরায় নতুন শাইখুল হাদীস ও সদরুল মুদাররিসীন মনোনীত

ইসলাম টাইমস ডেস্ক: উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলূম দেওবন্দের মজলিসে শূরার মিটিংয়ে মাদরাসার নতুন শাইখুল হাদীস ও সদরুল মুদাররিসীন মনোনীত করা হয়েছে।

মজলিসের সিদ্ধান্ত অনুযায়ী দারুল উলূমের ‘শাইখুল হাদীস’ মনোনীত হয়েছেন মাদরাসার বর্তমান মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী। ‘সদরুল মুদাররিসীন’ হয়েছেন মাদানী জানেশীন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী। আর মাদরাসার কার্যকরী মুহতামিম হয়েছেন মাওলানা কারী মুহাম্মাদ ওসমান মনসুরপুরী।

আজ ১৪ অক্টোবর মাদরাসার মজলিসে শূরায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র: আসরে হাযির ইসলামি পোর্টাল।

জানা যায়, গত তিনদিন থেকে চলছিল দারুল উলূমের মজলিসে শূরা। আজ তৃতীয় দিন অন্যান্য অনেক সিদ্ধান্তের সঙ্গে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, দারুল উলূম দেওবন্দের সাবেক সদরুল মুদাররিসীন মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর ইন্তেকালের পর সদরুল মুদাররিসীন এবং শাইখুল হাদীস হিসেবে অনেক মুরুব্বি উস্তাদের নাম আলোচনায় এসেছিল। অবশেষে আজ এই সিদ্ধান্ত হয়।

আজকের মজলিসে উপস্থিত ছিলেন ভারতের পার্লামেন্ট সদস্য মাওলানা বদরুদ্দীন আজমল, মাওলানা গোলাম মুহাম্মাদ উসতানবী, মাওলানা আবদুল আলীম ফারুকী, মাওলানা আনোয়ারুর রহমান বিজনূরী, মাওলানা রহমতুল্লাহ কাশমীরী, মাওলানা শফীক বেঙ্গুলুরী, সাইয়েদ আনযার হুসাইন মিয়া দেওবন্দী, মাওলানা মাহমুদ রাজস্থানী, মাওলানা মুফতী ইসমাঈল মালিগাও, মাযাহিরে উলূম সাহারানপুরের নাযেমে আলা মাওলানা সাইয়েদ মুহাম্মাদ আকিল, মাওলানা মালিক ইবরাহীম, মাওলানা হাকীম কালীমুল্লাহ আলীগড়, সাইয়েদ হাবীব আহমদ, মুফতী নিযামুদ্দীন খামোশসহ দেওবন্দের মুরুব্বী উস্তাদবৃন্দ।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা সংকট উত্তরণে তুরস্কের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: ত্রাণ প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদমা ইলিশ রক্ষায় রাতে টহল দেবে হেলিকপ্টারও