নেতানিয়াহুর পদত্যাগ চায় অর্ধেকের বেশি ইসরাইলি!

ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চায় সেখানে বসবাসরত অধিকাংশ বাসিন্দা। হিব্রু পত্রিকা মারিভের এক জরিপে পাঠকরা এ বিষয়ে তাদের মতামত দিয়েছে। জরিপে অধিকাংশ পাঠক নেতানিয়াহুর বিপক্ষে অবস্থান নিয়েছে বলে জানায় মিডেল ইস্ট মনিটর।

জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ পাঠক চায় নেতানিয়াহু তার অবস্থান থেকে সরে দাঁড়াক। ৩৫ শতাংশ পাঠকের ইচ্ছা তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখুক। বাকি ১০ শতাংশ কোনো মতামত দেয়নি।

মারিভের জরিপ অনুযায়ী, এখন ইসরাইলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে, নেতানিয়াহু সমর্থিত লিকুদ পার্টি সিট পাবে ২৮টি। যা তাদের বর্তমান সিট ৩৬টি থেকে কম। সুতরাং এককভাবে লিকুদ পার্টি ইসরাইলের ক্ষমতায় বসতে পারবে না।

করোনাভাইরাসের সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগে বেশ কয়েক সপ্তাহ ধরেই তেল আবিবের সড়কে আন্দোলন করে আসছে ইসরায়ইলি নাগরিকরা। তাদের মূল দাবী নেতানিয়াহুর পদত্যাগ। এই বিক্ষোভকে কেন্দ্র করে বেশ কয়েকদফা পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে আন্দোলনকারীদের।

পূর্ববর্তি সংবাদঐতিহাসিক খুদাফেরিন সেতুকে আর্মেনীয় দখল মুক্ত করে পতাকা উড়াল আজারবাইজান (ভিডিও)
পরবর্তি সংবাদদুর্গাপূজা উপলক্ষে মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা