ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী শিক্ষককে হত্যায় সৌদির নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে ক্লাসে ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র দেখানোয় রাস্তায় ইতিহাসের শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। যদিও ব্যঙ্গচিত্র দেখানোর ব্যাপারে নিন্দা জানিয়ে সৌদির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে নিহতের পরিবার ও ফরাসি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছে। দেশটির বিবৃতিতে বলা হয়েছে, নিহতের পরিবার, ফরাসি সরকার ও দেশটির সব নাগরিকের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সৌদি আরব।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সব ধরনের সহিংসতা, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্রিয় সৌদি।

গত শুক্রবার বিকেল পাঁচটায় প্যারিসের উত্তর-পশ্চিমে ‘কনফ্ল্যানস স্যান্তে-হোনরিন’ অঞ্চলে একটি স্কুলের কাছে ঐ শিক্ষককে গলাকেটে হত্যা করে এক হামলাকারী।

পুলিশ জানায়, হামলার শিকার নিহত ঐ ব্যক্তি ইতিহাসের শিক্ষক ছিলেন, যিনি সম্প্রতি ক্লাসে নবীর ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনা করেন। হামলাকারী গ্রেফতারের সময় পুলিশের গুলিতে নিহত হয়। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিবিসি, আরব নিউজ

পূর্ববর্তি সংবাদকেমন আছেন বসনিয়ার জঙ্গলে আটকেপড়া বাংলাদেশিরা
পরবর্তি সংবাদদেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা