ফ্রান্সে প্রিয়নবী সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজো উত্তাল ঢাকার রাজপথ

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সারাদেশে তাওহীদী জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের রেশ ধরে বুধবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ করেন মুসলিম জনগণ।

ঢাকার মুহাম্মদপুরে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে বিশাল মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, ফ্রান্স একটি সাম্প্রদায়িক, উগ্র, ধর্মান্ধ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের উপস্থাপন করেছে। ফ্রান্সে বিরুদ্ধে মানবতাবাদী গোটা পৃথিবীর এক কাতারে সামিল হওয়ার সময় হয়েছে। বিশেষভাবে রাসূল রা. এর সম্মানের উপর আঘাত করে পোনে দুইশ’ কোটি মুসলমানের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে।

তিনি বলেন, আমি মনে করি ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ পোনে দুইশ’ কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। আমরা পোনে দুইশ’ কোটি মুসলামানের কাছে জানতে চাই এমানুয়েল ম্যাক্রঁর ষড়যন্ত্র প্রতিহত করতে তারা প্রস্তুত আছে কিনা।

তিনি এসময় বেশকিছু দাবি জানান। দাবিগুলো হলো- ফ্রান্সের এ ঘৃণ্যকার্যক্রমের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্রান্সের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের অর্থনৈতিক অবরোধ করতে হবে।

বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা মোহাম্মদ তালহা প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে হাজারো শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লি অংশগ্রহণ করেন। মিছিলটি শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বেড়িবাঁধ এলাকায় শেষ হয়।

একই ইস্যুতে বুধবার দুপুর দুইটায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী ঐক্যজোট বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ শেষে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেছেন তারা।

বিক্ষোভে ফ্রান্সের সব ধরনের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের ঘোষণা দেওয়ার দাবি জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, যুগ্ম মহাসচিব ফজলুর রহমান, শেখ লোকমান হোসেন, আলতাফ হোসেন, একে এম আশরাফুল হক, প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান প্রমুখ।

ঢাকার বাইরে ময়মনসিংহ, গোপালগঞ্জেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। মুফতি মোহাম্মদ তাসনীম জানান, বিশ্বনবী সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা এক প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে। বিক্ষোভে গওহরডাঙ্গার মুফতি উসামা আমীন ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদফ্রান্সে ইসলাম অবমাননার ঘটনার পর ভারতে চলছে ম্যাক্রোঁর বন্দনা
পরবর্তি সংবাদবুধবার মধ্যরাত থেকে কিছু এলাকায় ইন্টারনেটে গতি কম থাকবে