অতীতের গণহত্যার দায়ে লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার রয়েছে মুসলমানদের: মাহাথির

ইসলাম টাইমস ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অতীতের গণহত্যার দায়ে লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার রয়েছে মুসলমানদের ।

বৃহস্পতিবার ফ্রান্সের গির্জায় হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে টুইট বার্তায় এমন মন্তব্য করেন মাহাথির।

ইসলাম ও মহানবী মুহাম্মদ (সা.) কে অপমান করার ঘটনায় ফ্রান্সের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে ফ্রান্সের সমালোচনা।

মহানবীকে অপমান করার কথা উল্লেখ করে মাহাথির টুইট বার্তায় বলেন, আমি মত প্রকাশে স্বাধীনতায় বিশ্বাস করি তবে এটি কাওকে অপমান করে নয়।

মাহাথির বলেন, অতীতেও উপনিবেশ তৈরির সময় ফ্রান্স লাখ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাই ফ্রান্সের লাখ লাখ মানুষকে হত্যা করার অধিকার রয়েছে মুসলিমদের।

আরেকটি টুইটে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, মুসলিমরা ‘চোখের বদলে চোখ’ নীতিতে বিশ্বাস করেন না। তাই ফ্রান্সের মানুষের প্রতি এখনও কোনও প্রতিশোধ নেয়া হয়নি।

গত ১৬ অক্টোবর প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

এই হত্যাকাণ্ডের পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। ধর্ম হিসেবে ইসলাম আজ বিশ্বজুড়ে সংকটে রয়েছে।এ ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এমনকি ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশও।

পূর্ববর্তি সংবাদসৌদি আরবে ফরাসি কনস্যুলেটের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত
পরবর্তি সংবাদচৌদ্দশ বছর আগে, যখন মানবভুবনটি ছিল অন্ধকার সমুদ্রে..