ফ্রান্সে ইসলাম অবমাননার প্রতিবাদে সিলেটে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননাকর চিত্র প্রদর্শনের প্রতিবাদে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহজালালের পুণ্যভূমি সিলেট নগরী।

আজ  বুধবার (৪ নভেম্বর) সিলেটের উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে জোহরের নামাজের পর সিলেট নগরীর কামরান চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগুন নিয়ে খেলা করবেন না। আল্লাহ, নবি সা. ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানের কলিজায় আগুন লেগে যায়। সে আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।’

সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। মিছিল-স্লোগানে কেঁপে ওঠে পুরো বন্দরবাজার এলাকা। যেন দু’কুল ছাপিয়ে ফুঁসে উঠা এক উত্তাল সমুদ্র।

বুধবার সকাল থেকেই সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে  হাজার হাজার নবিপ্রেমী জনতা মিছিলসহ এসে কামরান চত্বরের সমাবেশে যোগ দেন। জোহরের নামাজের আগেই লোকে লোকারণ্য হয়ে উঠে নগরীর সিটি (কামরান চত্বর) ও কোর্ট পয়েন্টসহ পুরো বন্দরবাজার এলাকা।

এসময় তালতলা পয়েন্ট, কিনব্রিজের মুখ, করিমুল্লাহ মার্কেটের সামন থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তাগুলো কানায় কানায় ভর্তি হয়ে যায়। কর্মসূচিতে যোগদানকারী জনতার হাতে কালিমা, কুরআনের বিভিন্ন আয়াত ও প্রতিবাদি স্লোগান সম্বলিত প্লে-কার্ড এবং ফেস্টুন দেখা যায়।

জোহরের নামাজের পরপরই শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। এতে সভাপতিত্ব করেন দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি। সমাবেশে উপস্থিত ছিলেন সিলেটের বরেণ্য ওলামায়ে কেরাম।

আসরের নামাজের আগে শেষ হয় সমাবেশের কার্যক্রম। পরে সমাবেশস্থল থেকে নগরীর আম্বরখানা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ২০-২৫ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এস এন

পূর্ববর্তি সংবাদস্মার্টফোন কিনতে শিক্ষার্থীদের সুদবিহীন ঋণ দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
পরবর্তি সংবাদনৌ বাহিনীর কর্মকর্তাকে মারধর: রিমান্ড শেষে কারাগারে দেহরক্ষীসহ ইরফান সেলিম