রাজধানীতে লাইট কারখানা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১৩ ইউনিট

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ডেমরার মাতুয়াইলে পাশা টাওয়ারে লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। ১০ তলা ভবনের পাঁচ, ছয় ও সাততলায় আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটিতে লাইট ও ফ্যান তৈরির কারখানা ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, ডেমরার কোনাপাড়ার মাতুয়াইলে ১০ তলা পাশা টাওয়ারের ছয়তলায় লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়।

তিনি আরও জানান, পরে সংখ্যা বাড়িয়ে এখন ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্র ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

এস আই

পূর্ববর্তি সংবাদআদিত্যনাথের অভব্য হুংকার: বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ছুঁড়ে ফেলা হবে
পরবর্তি সংবাদমরিশাসে সড়ক দুর্ঘটনা, ৪ বাংলাদেশী নিহত