মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভারি বৃষ্টির পর ভূমিধসে নিহত ৫০

ইসলাম টাইমস ডেস্ক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ঘূর্ণিঝড় ‘এটা’ এর আঘাত হানার পর প্রবল বর্ষণ ও ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর দিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

সেন্ট্রাল আমেরিকান দেশটির প্রেসিডেন্ট আলেজান্দো গিয়ামাত্তেই জানিয়েছেন, মৃতদের অর্ধেকই সান ক্রিস্তোবাল ভেরাপেস শহরের। সেখানে কুড়িটির মতো ঘর মাটির নিচে চাপা পড়েছে।

ঘূর্ণিঝড় ‘এটা’ হারিকেনের বেগ নিয়ে গত মঙ্গলবার পার্শ্ববর্তী নিকারাগোয়ায় আঘাত হানে। পরে সেটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। এর প্রভাবে গুয়াতেমালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ফলে অনেক ভূমিধসের ঘটনা ঘটছে।

প্রেসিডেন্ট গিয়ামাত্তেই স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, অর্ধেক দিনেই যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এক মাসের সমান। প্রবল বর্ষণের কারণে বিপর্যস্ত এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা।

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এটা’র প্রভাবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোকে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদশিশুদের নকল প্রসাধনী, ৯ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা
পরবর্তি সংবাদ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৬৯